ভারতরত্ন রবিশঙ্কর বিশ্ববিজয়ী তুমি
সূর্যের মতো চির ভাস্বর ধন্য ভারতভূমি।
আলাউদ্দিনের শিষ্য তুমি সেতারের জাদুকর
তিলকশ্যাম ও নটভৈরব ছড়িয়েছে রবিকর।


গুরুভাই আলি আকবর খান ওস্তাদ সরোদের
মাহাত্ম্য প্রচার দুজনে মিলে মার্গ সঙ্গীতের।
আল্লারাখা-আনোখেলাল আর জাকির হোসেন ভাই
কেরামৎতুল্লা-তন্ময়ও পেয়েছে কাননে ঠাঁই।


সবার সঙ্গে সাবলীল তুমি মাতিয়েছ এ ভুবন
তালবাদ্যের সুরঝরনায় ভরিয়ে দিয়েছ মন।
দ্বৈতবাদনে জর্জ হ্যারিসন ইহুদি মেনুহিন
ফিলিপ গ্লান্স-জুবিন মেহতা, দুজন তুলনাহীন।


পেয়েছ গ্র্যামি ম্যাগসেসে আর মেলবোর্নের ডিলিট।
মুকুটে শোভে কত মাণিক্য রানি-প্রদত্ত নাইট।
উত্তরসুরী রেখে গেছ তুমি এই ধরণির ’পরে
কীর্তি তোমার রবে অম্লান যুগযুগান্ত ধরে।


রবে তারা হয়ে ঊর্ধ্ব আকাশে ছড়াবে স্নিগ্ধ আলো
মর্ত্যমানব আপ্লুত হবে দূর হবে যত কালো।