ঘুটঘুটে প্রায় অন্ধকারে সহজে কি যায় এগোনো
রাস্তাটাও চড়াই খুবই বিকল্প এর নেই যে কোনো।
শ্বাসকষ্ট সঙ্গিনীরও সঙ্গে দোসর বেদম কাশি
এগুলো তো হবেই জানি ট্রেকিং যখন করতে আসি।
টিফিনদাড়া অনেকটা পথ পাশে নানান গাছগাছালি
পথ দেখাতে সামনে গাইড ‘আধা ঘণ্টা লাগবে খালি’।
এগোয় ওরা অবলীলায় আমরা কি আর তেমন পারি
বিরক্তি ক্ষোভ করছি প্রকাশ ঘাটতি দমে,কষ্ট ভারী।
পুবের আকাশ ফরসা হল পাহাড়চূড়ে এ কার হাসি
ক্ষণে ক্ষণে রূপের বদল কাঞ্চনজঙ্ঘা কষ্টনাশী।
আলোর সাথে রঙের খেলা পড়ে না আর চোখের পলক
সোনায় মোড়া তনুটি তার হৃদয় জুড়ায় রূপের ঝলক।
ফেরার সময় বিরক্তি নেই সারাটা পথ আলোয় আলো
প্রস্ফুটিত ফুলের শোভা দুজনারই মন ভরালো।