মনের ভাবনাগুলো যদি আঁকা হ’তো
দৃশ্যমান চিত্রপটে, বুঝে যেত কতো
লোক কেমন সে জন। সফেদ বসনে
কী ভয়ানক স্বরূপ! অন্ধকার বনে
স্থান হ’তো বুদ্ধিধর আজব জীবের।
কু-চিন্তার আস্ফালন চিত্তে মানুষের
মাঝেমধ্যে ভালো কিছু উঁকি দিয়ে যায়
প্রলেপ পড়ে না তাতে অত কালিমায়।


অশান্তি পৃথিবীময় কত ব্যভিচার
পরস্পর রেষারেষি সর্বস্ব হরণ
ভোগলিপ্সা যত সুখ শুধু আপনার
তার জন্য নিপীড়ন অসহ্য বেদন।
স্বচ্ছতার প্রতিমূর্তি গিরি হিমালয়
বিক্ষুব্ধ তরঙ্গমালা তবু বন্ধু হয়।