ঠাঁই যেন পাই তোমার কোলে
অজিত কুমার কর

স্নেহভরা তোমার কোলে
ঠাঁই যেন মা মেলে,
আবার যদি আসি ফিরে
কাটবে হেসেখেলে।

একটা ছোটো মাটির বাড়ি
গাছগাছালি ঘেরা,
ঘরের উঠোন ভুবন আমার
ওটাই বিশ্বসেরা।

জন্মদাত্রী, ভাষা-মা আর
শ্যামল বসুন্ধরা,
করজোড়ে জানাই আমার
প্রণাম ভক্তিভরা।

পশুপাখি, কীটপতঙ্গ
বৃক্ষ  স্রোতস্বিনী,
কত কী যে শিখছি আমি
ওদের কাছে ঋণী।

যা শিখি তা লাগাই কাজে
যত্ন করে রাখি,
জীবনযুদ্ধে জয়ী হয়ে
মহানন্দে থাকি।

© অজিত কুমার কর