বুদ্ধ-জিশু শ্রীচৈতন্য
শ্রীরামকৃষ্ণ ভবে
বিলিয়েছেন মৈত্রীর বাণী
অনন্য বৈভবে।


অহিংসা-দূত মহান বুদ্ধ
শান্তির বাণী মুখে
ধরাই হবে স্বর্গভূমি
রইবে সবাই সুখে।


‘ক্ষম প্রভু, সব অপরাধ’
বলেছিলেন জিশু
‘কোনও বোধ নাই, ওরা অজ্ঞান
বড়ই অবোধ, শিশু।’


প্রেম বিলাতে নামল পথে
নদের শ্রীচৈতন্য
জগাই-মাধাই লুটায় ধুলায়
দেখেই জগৎ ধন্য।


‘যত মত তত পথ'
বিশ্বচরাচরে
ডাকার মতো ডাকিস যদি
উঠবে হৃদয় ভরে।’