তুমি এলেই হৃদয়পুরে দখিন হাওয়া
কেমন করে সময় কাটে এক পলকে
যতই ভাবি এইতো শুরু একটু আগে
এর জন্য তুমিই দায়ী আর বলো কে!


তুমি এলেই ব্যস্ততা মা’র দ্বিগুণ বাড়ে
সরষে-ইলিশ মালাইকারি ফুলের বড়া
কত কী যে তৈরি করে নিত্যনতুন
ঠাকুমা তো এসব দেখে কাটেন ছড়া।


আজ বিকেলে ফিরবে শুনে হারায় হাসি
একটা কথাও বলছে না মা পাইনি সাড়া
পার না কি আর দুটো দিন কাটিয়ে যেতে
ফিরে যাবার এতই তোমার কীসের তাড়া!


আজকে রাতে বানাবে মা নতুন কিছু
ভুলে গেলে সেদিনের সেই খুনসুটি সব
রোজ দুজনে যেতাম হেঁটে পাঠশালাতে
কেমন ছিল হারিয়ে যাওয়া মধুশৈশব।


আর কতদিন আমায় ছেড়ে রইবে দূরে
শুনছো না কি কী সুর বাজে হৃদয়পুরে
ক্ষণে ক্ষণে উঠবে ভেসে তোমার ছবি
জানত যদি এসব কথা লিখত কবি।