উজ্জ্বল জ্যোতিষ্ক
অজিত কুমার কর

প্রভাত রবি একশো একাই
মোছে রাতের কালো,
এমন একটি রত্ন পেলে
হতো বড়ই ভালো।

ধরায় কত গাছগাছালি
কোনটা ভালো খুঁজি,
জীবনযুদ্ধে জয়ী হবার
ওটাই বড় পুঁজি।

রামানুজন, রবীন্দ্রনাথ
ধরার বুকে 'তারা',
ওদের প্রভায় আলোকিত
ঋদ্ধ বিশ্ব সারা।

রামকৃষ্ণ, মা-সারদা
মহম্মদ ও জিশু,
আবার আসুক ধরণিতে
এমন গুণী শিশু।

শপথ নিলাম ঘরে ঘরে
জ্বালব জ্ঞানের দিয়া,
প্রস্ফুটিত ফুলের মতো
জাগুক মায়ের হিয়া।

© অজিত কুমার কর