হেমন্তকে দেখে শরৎ পাল তোলে তাঁর না'য়
বিদায়বেলা পিছন ফিরে ওর দিকে তাকায়।
কাশফুলের রং হয়নি মলিন শিশিরবিন্দু ঘাসে
সদ্য ভাজা খইয়ের মতো রবির আলোয় হাসে।


খেজুর গাছে রসের হাঁড়ি আকাশ নীলে নীল
শাপলা তো নেই শালুক আছে তাতেই ভরা ঝিল।
হিমেল হাওয়া লাগছে গায়ে ঝকঝকে রোদ্দুর
মন যেতে চায় দিঘা পুরী নয় কো বেশি দূর।


কোনটা ছেড়ে কোনটা ধরি মুর্শিদাবাদ ডাকে
ফেরার পথে ঠিক করেছি বলব গিয়ে মা কে।
গেটেই ছিল মা দাঁড়িয়ে, বলল 'ঘরে আয়'
'কিছু কি তুই বলবি আমায়' আমার দিকে চায়।


'চলনা মা যাই বেড়াতে তেইশ থেকেই ছুটি'
মা হেসে কয় 'যাচ্ছি এবার রামেশ্বরম উটি'।
মায়ের কথা শুনে আমার উঠল হৃদয় দুলে
উপচালো মন-গাঙের পানি ছাপিয়ে দুই কূলে।