উথালপাতাল মন
অজিত কুমার কর

হেমন্তকাল চলছে এখন
একলা থাকা দায়
পরানপাখি আকুপাকু
ডাকছি 'কাছে আয়'।

হৃদয় উজাড় করে দিতে
সর্বদা প্রস্তুত
বারেবারে পাঠাচ্ছি তাই
বিশ্বাসী এক দূত।

ইশারাতেই বুঝে নেবে
কী তোর অভিমত
আসার জন্য পাঠিয়ে দেব
সুসজ্জিত রথ।

সাগরতীরে বসতবাড়ি
সম্মুখে ঝাউবন
মাথার ওপর পূর্ণিমা চাঁদ
চিত্তে মহা রণ।

© অজিত কুমার কর