ভেস্তে দিল বিয়ে
অজিত কুমার কর

বিদ্যাসাগর বলে যাকে
সারাবিশ্ব জানে,
আমার বিয়ের গোপন খবর
তুলল কে তাঁর কানে?

বাড়াভাতে ছাই ছড়িয়ে
ভেস্তে দিলেন এসে,
আমার যত সাধ আহ্লাদ
তোড়েই গেল ভেসে!

কবে কাকে করব বিয়ে
ওসব গোপন রাখি,
জানে শুধু কনের পিতা
প্রহর গুনতে থাকি ।

কনেটা কী সারাজীবন
একা একাই র'বে,
বয়স না হয় আশি আমার
আর কে রাজি হবে?

স্বামী পেত সুখও পেত
ভাগ্য যেত ফিরে ,
ভেস্তে দিয়ে কী লাভ হলো
ডুবল তরি তীরে।

© অজিত কুমার কর