দুখ গুলোকে হাটতে দেই অলস পায়ে,
হঠাৎ এক ঘুম পাওয়া রোদ আঁকড়ে ধরে বুকের ভিতর-
এমন আলসে দিনে,
আমার স্বপ্ন উড়ে,
স্বপ্ন ঘোরে, বারে বারে।
স্বপ্নগুলোও খুব ভিতু হয়, আমার মত!
তবু আমি স্বপ্ন দেখি,
তবু আমি কাগজ উড়াই, রঙ্গিন কাগজ।
কাগজ দিয়ে রোদ্দুর ঢাকি, জানলা গলে-
আমার ঘরে আর কোনদিন রোদ আসে নি,
আমার চোখে আর কোনদিন এমন করে রোদ লাগে নি!