ওই বেজে ওঠে ঊষাকালে শরতের মধুর গান
   আয় সব আয় ছুটে ফেলে রাখ অভিমান
  ছেড়া পালের ছেড়া মেঘ ভেসে বেড়ায় আকাশে
  মায়ের আগমনী বেজে ওঠে ভরে ওঠে চারিপাশে
  মাঠ ঘাট সব যায় যে ভরে সাদা কাশফুলে
  আনন্দেতে করছে নৃত্য মাথা দুলে দুলে
  ঢ্যাং কুরুকুর ঢ্যাং কুরুকুর মাথা ঢাকে পড়ল কাঠি
  ছেলে বুড়ো সব আনন্দে করছে মাতামাতি
  পদ্মরা ফুটে ওঠে দিঘির নীল জলে
  কী মনোরম!কী সুন্দার! লাগছে ওদেরকে
  মা আসছেন ছেলেপুলে নিয়ে বাপের বাড়িতে
  সেই দেখে বাবা করে আভিমান বারন করেন যেতে
  ষষ্ঠী থেকে নবমী রে ভাই আসে আনন্দের জোয়ার
  হোম যজ্ঞ আরতী মায়ের ভরে ওঠে প্রতিবার
  লুচি ফুচি মাংস পোলাও কত রকমের খাবার
  দশমীতে মায়ের আসবে ডাক শিবের বাড়িতে যাবার
  কাণ্ণা হাসি সিদুর খেলা রাঙিয়ে ওঠেন মা
  ছেলে বুড়ো সব একই প্রশন মাগো আর দুদিন থাকতে পারোনা ?
  মাকে নিয়ে সবাই যায় গঙ্গা ওই ঘাটে
  ঢাকে কাঠি উলু ধনি চারিদিক ভরে ওঠে
  মায়ের কাছে সবাই করে একই প্রার্থনা
  সামনে বছর তাড়াতাড়ি ফিরে এসো মা