বাবূ খান চা বিসকুট বসে ডাইনিং রুমে
টেবিলে রাখা দুটি জিনিস তার
ফ্লাস্ক আর কাপ থাকে মাঝখানে
মূল্য হয় ফ্লাস্কে ৫৫০ টাকা
আর কাপ শুধুই ৬ টাকা
সাবধানে রাখেন বাবু তুলো মতো ফ্লাস্ককে
দূর ছাই করেন বাবু টেবিলে রাখা কাপটিকে
  বলেন বাবু- ওরে অভাগা কাপ থাক তুই দূর
সাবধানে থাকতে দে আমার দামী ফ্লাস্ককে
মনের দুঃখে কাপ থাকে শুধু নীরবে
নেই কোনো বিদ্রোহ নেই কোনো প্রতিবাদ
চেয়ে থাকে শুধুই আপনার বাবু দিক
বাবুর  ফ্লাস্কটি হয় অতীব সুন্দর
রাখেন তাতে চা খান দিন ভো
ফ্লাস্কটি বাবু মেঝে ধুয়ে রাখেন খুব সাবধানে
আর কাপ থাকে পড়ে শুধুই ঘরে কোনো
এমনি করে কি খাবে মার মেঝে রাখা কাপটি
আর সুন্দর ভাবে শোকেশে থাকা ফ্লাস্কটি  
তবে বলি শোনো ওহে কাপ
করো একটু প্রতিবাদ করো তোমরা বিদ্রোহ
তখন আর মেঝে নয় থাকবে শোকেশের ভিতর