যখন আলো আমাকে
জড়িয়ে রাখে ভীড়ে!
আমি হারিয়ে যাই
একাকীত্বের গভীরে!!

কী ভীষণ এক উৎসব
শুরু হয় সেই ক্ষণে!
উৎসব, অন্দর মহলের
নিঃস্ব পদ্ম বনে!

এ যে একার উৎসব
গোলাপী পদ্মের!
একটা একটা পাপড়ি
খুলে হয় দুর্নিবার!

পদ্মের ভিতরের
আঁধার শুধু আমার!!
ভুলে যেতে চাই যে
আলোর অন্ধকার!!