নিটোল চাঁদ ঢেলে দিলো
সবটুকু সুধা, হেমন্তের
হলুদ পাকা ধানে ।
চাঁদের আলোর পথ ধরে
হৃদয় জানলায়, সুখ
নেমে আসে আনমনে।


আমি একা বসে ঠায়,
আমার নিকোনো দাওয়ায়,
কার যেন অপেক্ষায়...
ডানায় রুপোলি আলো মেখে
তখন, ধূসর পেঁচা নামে
ধানের ছাওয়ায়।


ও কি তবে, নিশীথের দূত?
এনেছে কি বার্তা, অবধূত!


তবে কি আসবে না সে!
গ্রামের পথ ধরে, বাউল বেশে!
প্রকৃতির এতো আয়োজন,
সব কি শূন্য তবে?__অবশেষে!