আমি এক পশলা বৃষ্টি।
মেঘ-দুপুরে লুকোচুরি খেলায়,
ঝাঁপির মাঝে রোদ লুকিয়ে ,
এক পশলা ঝরি।
নূপুর পায়ে ঝুমুর ঝুমুর,
মাটির সোঁদা গন্ধে তখন মাতি।


কেন গো মেঘ?
তখন তোমার পাগল আকর্ষণে
লুকিয়ে ফেলো তোমার ওই বুকে,
আমিও নিশ্চিন্তি মহাসুখে!
বলেছিলে -
তোমার কাছে রাখবে,
অনেক ভালবাসবে।


কিন্তু হল কই?
হার মানলাম।
তোমার ওড়ার নেশায়,
ভাসতে তোমার সুখ,
তোমার আছে
আকাশজোড়া বুক।
তাই তো তুমি
এক পশলা রেখে এক কোণে,
অনেক বৃষ্টি নিলে বুকে টেনে।
যারা প্লাবন আনে,
ভাসায় জীবন সুখ।


শুনছ মেঘ...
তার চেয়ে আমার কষ্ট,
আমার কাছেই থাক।
আমি আর চাই না
বৃষ্টি হতে ।
আমায় বরং দিও একটু ছুটি.....।