প্রবল ঘুর্ণিঝড়ের আবর্ত তান্ডবে
এসেছিল সে__
হয়ত বা নিশ্ছিদ্র নিরালোক থেকে
আলোর ঠিকানা পেয়ে।
রোগে আক্রান্ত জর্জরিত
অঙ্গীকার ফেলে এসেছিল
সঙ্কীর্ণ পথের
আশেপাশ....
এসেছিল হাতছানিতে
সাড়া দেবে বলে।
অন্তরালের উঠে পড়া
নিশ্চুপ গোঙানীকে
সাদা ওড়নায় ঢাকা দেওয়া
স্তব্ধ ব্যর্থতায় মেশাতে...
আঁধির আঁধারে ধাঁধালো
হিসেবের গড়মিল__
করোটির কোটর থেকে
নেভা সূর্যতে চোখ রেখে
সে দাঁড়ালো
মহাশূন্যের মাঝপথে,
জীর্ণ কঙ্কালের অস্তিত্বে।