প্যাঁচা সুন্দরীর
মনটা ভীষণ খারাপ।
আকাশে যে আজ ওঠেনি চাঁদ!
কোজাগরী পূর্ণিমায়
মেঘে ঢেকে গেছে আকাশ!
রাতটা কাঁদছে অনবরত ।


ধবধবে সাদা প্যাঁচার গায়ে
পড়েনি তো আজ চাঁদের আলো!
যেন সে অবহেলায় জেগে ।
গর্বে ভরেনি তার বুক।
প্যাঁচার মত মুখ করে বসে আছে
অভিমানী!


মা লক্ষ্মী আসবে তবে কিসে চড়ে
আমার ঘরে!
ও সুন্দরী প্যাঁচা___
তোকে কে বলে রে কুরূপা!
চাঁদ না উঠলেও
আজ কোজাগরী পূর্ণিমা।


আয়রে প্যাঁচা সুন্দরী,
আয়রে আমার ঘরে __
মা লক্ষ্মীকে সঙ্গে করে ___