স্তব্ধ রাতের অন্ধকারে,
আনমনা শিশিরের শব্দের মত
ঝরে পড়ল তোমার কামনা।
বারবার প্রতিধ্বনিত হয়ে হারালো
দূরে, বহু দূরে
বিরাট এক শূন্য গহ্বরে।
পথহারা হয়ে মাথা কুটে কুটে
ক্ষীণ থেকে ক্ষীণতর হ'ল যেন।
জোলো বাতাসের নৌকো তখনও
পাল তুলে অপেক্ষারত তীরে,
যদি একবার সে আসে ফিরে।
হোক ক্ষীণতম,
তবু যদি আঘাত হানে তার পালে,
তবে সে ভাসাবে তরী
অশ্রু নদীর জলে।