খল্ খল্ হাসি, ঢলো ঢলো মুখ,
ঠোঁটে রঞ্জনী, নয়ন ব্যাকুল।  
বুক ধড়ফড় কাছে টানে সুখ ,
দু'হাতে জড়াতে হৃদয় আকূল।


মিছে অভিমানে সরে সরে যায়,
বিজলি চমক চাহনিতে তার।
ঠারেঠুরে কথা পরাণ জ্বালায়,
ভয় তবু করে কেন হারাবার!


কি এমন যাদু আছে তার কাছে,
না পেলে সকল যাবে রসাতলে!
যেন ছোঁয়া পেলে জীবনও বাঁচে,
লুকোচুরি খেলা চলে তালে তালে।


যখন এ মন আঁধারে দাড়িয়ে,
কিজানি কি ভাবে এল সেইখন,
নিজে ধরা দিল দু'হাত বাড়িয়ে।
দু' চোখ ধারায় ডুবে গেল মন।