হলুদ পাখি তুমি,
বাতাবি লেবুর গাছে
চেয়ে আছ একলা বসে_নীরবে।
আমি জানলায়, তোমার চোখে
চোখ রেখে।
কত দিনের চেনা যেন।
দেখেছি কি জীবন-শৈশবে!
কতদিনের না বলা কথা তোমার চোখে,  
তোমার হাত আমার হাতে রেখে।
স্পর্শ কত নিবিড় করে হিয়া।
গভীর করে যত চাওয়া পাওয়া।
চোখের থেকে চোখ নামালাম আমি।
বুজলাম কি লজ্জায়?
নাকি শিহরণ অন্তরে!
তোমার হাত স্পর্শ করেছে
আমার কুন্তল।
আমি হারাচ্ছি, হারালাম সব।
হলুদ পাখি, তুমি কোথায় চলে গেলে?
শূন্য দৃষ্টিতে বসে থাকি অনন্ত নীলে।
সীমানা খোঁজার বৃথা চেষ্টা।
সীমাহীনতায় ভুগি আমি।
বাতাবি লেবুর গাছ, একলা দাঁড়িয়ে_
একই ভাবে।
ফলভারে নত,_ধ্রুবক তুমি।
হলুদ পাখি আর একটি বার এসো।
বোসো আমার পাশে।
দেখো, আমি ছুঁয়ে আছি
তোমার হৃদয়।
অনেক কথা হয়নি যে বলা,
কেন চেয়ে থাক না বলা কথায়?