ভাবিনি এভাবে কোনোদিন...
যাপিত সুখের সন্তাপে ভেসে যাবে
আমার কোমল কলরব।
চা এর টেবিলে আমার হাতে
তোমার হাত।
জলফড়িং এর শালুক পাতায় প্রেম।
মুখোমুখি শব্দরা উদ্দেশ্যবিহীন!


ডানায় সোনালী আলো মেখে,
উড়েছিল এক দুরন্ত বলাকা।
উড়েছিল তোমার নীল হৃদ-আকাশে!
তখন কি জেগেছিল সহচরী মন,
সীমাহীন সুখের অভ্যেসে?


কখন যেন তুমি আর কবিতা
এক হয়ে গেছে, বুঝিনি।
আজ কবিতার শব্দরা
অতলান্ত আকাশে হারিয়ে গেছে,
অভিমানে!!!
যন্ত্রণা-আদরে জলন্ত ডানা,
মিথ্যে সুখ খোঁজে
ধূমায়িত চায়ের পেয়ালায়।


বোধহয় সত্যি নয় কিছুই।
সত্যি শুধু, বেঁচে থাকার অভ্যেস!