ভব সাগরের
যায় না দেখা
এপার ও ওপার।


এপারে জন্ম,
ওপারে তবে
মরণের সেই ঘর!


জানি না সে
অন্ধ কারার
ঘরটা যে  কেমন!


হয়ত সুখের
বাসর যেমন
শান্তির নিকেতন!


ওপার খোঁজে
চোখটা বুজি
মরণেরই  কালে।


থাকলে বেঁচে
ভাবনায় বসি
কী আছে কপালে !