ওরা ঝাঁকে থাকে
পনেরো ষোলো জন।
প্রতিদিন বিকেল হলেই
শুরু হয় ওদের উড়ান!
ঐ সময়ে
আমি রোজই এসে বসি
পূবমুখো জানলায়।
ওরা চক্রাকারে ঘোরে
আকাশের নীলে।
কেউ কালো, কেউ সাদা,
কেউ কেউ
সাদা কালোয় ছিটছিট্।
অস্তগামী সূর্যের আলো
ঝিলমিল করে
ওদের ডানায় ডানায়।
আমি মুগ্ধ হয়ে যাই।
ওদের কত আনন্দ হয়
জানি না ।
তবে আমি হারিয়ে যাই
ওদের ঘুর্ননের নেশায়!
ওরা বিনোদন দেয়
সারাটা বিকেল ধরে।
ওরা একদল __
ঝাঁক বাঁধা কবুতর।