আমি ছুটে চলেছি,
কাশফুলের মাঠ পেরিয়ে
রেলগাড়ির সাথে। দুর্গার বেশে।
আমার মস্তিষ্ক কণা
চঞ্চল অবিরত, সুখের খোঁজে।
যা আমি পাইনি, তা দেবো কেমনে?
আমি অপারগ...


আমি তোমার 'নীরা' হ'তে পারিনি।
আমি 'বনলতা' হ'তে পারিনি,
'মুখোমুখি' বসিবার।
শান্তি কোথায়? দু দন্ড!
জানা নেই।
আমি শ্রীরাধা নই।
আমি 'রাধারানী' নই, রথের মেলায়।
শূন্য কৃষ্ণগহ্বর হাতড়ে আমি
সুখ খুঁজেছি.....
তোমায় দেব বলে।
জানি, তুমি জর্জরিত হতাশার
মাকড়সার জালে।
আমি ছিন্নভিন্ন করেছি
তোমার মন।


হয়ত শঙ্খচিলের বেশে
মেঠোপথ হেঁটে পৌঁছতে চেয়েছিলে,
আমার হৃদয় অঙ্গনে।
আমি যে রিক্ত, আমি একা
বসে থাকি বেদনার নদীটির তীরে,
প্রাচীন পৃথিবীর সাথে।
আমি বুদ্ধের 'সুজাতা' হ'তে পারিনি।
' রজকিনি' হ'তে পারিনি জয়দেবের।
আমি পর-মুখাপেক্ষী চাতক....
তৃষ্ণার্ত, পরিশ্রান্ত। পথপাশে
কাতর সুখ কুড়িয়ে নিয়েছি,
তোমাকে কুড়েকুড়ে
ছিনিয়ে নিয়েছি তোমার
সবটুকু শ্বাস।
আমাকে ক্ষমা করো।