বকুল ফুল বকুল ফুল
তুই যে আমার কানের দুল!
গভীর রাতে এলোচুলে
হীরক দ্যুতি আকাশ ফুল!
হাতের কাঁকন, বাসর মালা
ঘাসের বনে শিশির তারা,
তোর রূপের নেই তুলনা!
সুবাস ছড়াস ছোট্ট ফুল __
তোর প্রেমে যে হই আকুল!