আষাঢ়ের জলে লেখা
       কত ছবি আঁকিবুকি,
বাতায়নে আমি একা
       মনে মনে ছবি আঁকি।
প্রকৃতির নীতি মেনে
        কত ঋতু বদলায়।
একভাবে বসে থাকা
        দিন যায়, মাস যায়।


ঝিল-জলে খেলা করে
        মাছ, হাঁস, ব্যাঙ, বক।
পাড়ে বসে মাছরাঙা
         থির চোখে করে তাক।
গাছে বসে ভিজে কাক
         কাঁপে আর গা ঝড়ে।
বসে বসে দেখি সব
        খোলা জানলার ধারে।
বর্ষাও কেটে যাবে
        শরৎ আসবে চলে।
বসে যে থাকতে হবে
       একভাবে চোখ মেলে।