চতুরঙ্গ(সমসূত্রে বাঁধা)

(১)আশার আলো

আরোগ্য নিকেতনে,
এক বুক আশা,
ফিরে ফিরে আসা।

(২)আশ্বাস

মিথ্যা চেষ্টায়,
হতাশার মাঝে সুখ,
খোঁজে বুঝি উজবুক।

(৩)মেনে নিতে হবে

বরাদ্দ মানো।
আর কিছু চেয়ো না।
নিক্তিতে মেপো না।

(৪)মায়া ডোর

বিকল যন্ত্র,
ঘরের কোণে সযত্নে,
মায়ার বাঁধনে।