আজ মনকে দিলাম ছুটি।
বৃষ্টি ভেজা উদাস বাতাস,
বাউল হলো বুঝি!
পদ্য লেখা ভুলে
মনটা বাউন্ডুলে
ছুটির নেশায় মাতে।


তবু একলা থাকার
জো কি আছে?
দিনের শেষে, ছুটির পরে,
ভালবাসা ডাক দিয়ে যায় দ্বারে।
'কি লিখেছ দেখি?
কিচ্ছুটি নেই আঁকিবুকি!
পদ্য কোথায়? সবই ফাঁকি।'


অভিমানী ভালবাসা,
আঘাত পেলো বুঝি!
হারিয়ে গেল মেঠোপথে
একতারাটা ফেলে।
নিঃস্ব আমি পাগল হলাম
একটি ছুটির ভুলে


একতারাকে তুলে নিলাম কোলে।
মন ডেকে কয়,
' ওটাই এখন সঙ্গী যে তোর,
তুই যে বাউন্ডুলে! '