নদী বয়ে চলে খেয়ালে..
পলি-স্মৃতি ফেলে রেখে পাশে,
যা উর্বর করে, কারো মন-জমি!

জোয়ারে কত জল এলো,
ভাটায় কত জল ফিরে গেল __
কেউ হিসেব রাখে না।

নদীও মরে একসময়...

চোখের জলের শুকনো দাগ
রয়ে যায় শুধু!!