রিম্ ঝিম্ গিরে শাওণ..

সুরেলা রিংটোন।
পকেট ছেঁচে স্মার্ট ফোন __হেলো..
পরের যাত্রীর সাথে অ্যাপো।

পদতলে চিত্রকর্ম __মানচিত্র!
একের বারো ভাগ স্থল...
অন্য ভূগোল।

এক হাতে স্টিয়ারিং!
থুরি...
ঝপাং রিকশার চাকা...
ডানে কাত সুবেশা!!
কাদা মাখামাখি।

রক্তচক্ষুর অশ্রাব্য বাক্যবাণ...
মাথা হেঁট স্মার্ট ফোন।

বিকল্প নেই!!!