দীর্ঘ পথে অবসন্ন মন
শান্তি খোঁজে যখন,
পথ শুয়ে নিরালায়
শেষের প্রতীক্ষায়।


পথের কি তবে
শেষ আছে কোথাও?
পথিক জানে।
পথিকই তো পথ হারায়।


মন হয় পথ-সাথী,
হেঁটে চলে দিবারাতি।
অন্ধ হয়ে খোঁজে কারো সুখ।
মনে মন মিলে একবুক।