দুমুঠো

১) মনে প্রাণে
...................

মন, এক যাযাবর!
   নেই তার কোনো ঘর।
প্রাণ পায়,কাছে যার,
     সে-ই তার আপনার।

২) তিলোত্তমা
....................

তিল যখন তাল হয়
     সত্যটা যায় ফেটে !
প্রসাধন রূপক হলে
     জীবনটা একমেটে!