তুমি তো এলে না, তাই একা জাগে রাত,
বিবসনা তরুটির ছায়া এঁকে চাঁদে।
একা চাঁদ বনপথে রাতের গভীরে,
শোনে নীরব বনানীর চাপা দীর্ঘশ্বাস!


শিশির ভেজা ঘাসে, তখন পূর্ণিমা।
কত ব্যথা, নীরবতা হিমেল বাতাসে,
সুরে বাঁধা তানপুরা আলগোছে বাজে।
একা আছে চাঁদ, হেমন্ত আকাশে আজ।


কত ঋতু আসে যায়, পৃথিবী পাল্টায়।
একা চাঁদ ঠিকই থাকে আপন মহিমায়।