অনেক পোড়া পথ পেরিয়ে,
ওরা এসেছিল একটু সুখ খুঁজতে।
মস্করা আর খুনসুটিতে
হাসল ওরা হা হা, হো হো।
বুঝল না কেউ কত যন্ত্রণা,
ওই অট্টহাসির অন্তরালে।
তবু ওরা হাসল,
ওরা ভালবাসলো,
কে জানে কোন অন্যমনে।
একটাই তো দুপুর ওদের,
নীরবে কাঁদার মত স্তব্ধতা।
চাঁদ ছিল না দুপুরে,
তবুও জ্যোৎস্নায় ভরলো
চারিদিক।
প্রেম নদীতে ভাসল ওরা।
যে নদীতে রঙিন স্বপ্নরা
ভেসে বেড়ায়_
রঙিন পাল তুলে।
স্বচ্ছ মন ওদের
পাহাড়ী নদীর মত।
ওরা স্বচ্ছ জলের বুক থেকে
কুড়িয়ে নিল নুড়ি - পাথর,
যত গুলো ইচ্ছে।
যত্ন করে রাখল গোপনে,
সারা জীবনের রসদ।
স্বপ্ন দিন, স্বপ্ন রাত
ভরল ওদের অযুত দূরত্বকে
একটা দুপুরে।