আমরা বাঙালি, আজ একুশকে মানি।
আটই ফাগুন কবে কজনে তা জানি?
বাহান্ন যখন সবার মনে থাকে,
বাংলার সালটা কেই বা মনে রাখে?
অবশ্য একথাও মানতে হবে ঠিক,
একুশের রূপ আজ আন্তর্জাতিক।
সারা বিশ্বে দেখি বাংলা এতটুক্,
তবু গর্বে ফুলে ওঠে সকলের বুক।
স্ফুলিঙ্গ হয়ে তা বিশ্ব দরবারে,
বঙ্গ মধুরূপে জগৎ আলো করে।।