সকালের ঘাসগুলো যখন
ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছিল,
একফোঁটা নিটোল সবুজ শিশির
ক্লান্ত তখনও ঘাসেদের কোলে।
চোখ খোলার ইচ্ছে নেই তার
এতটুকুও।
রাতটাই ছিল ভাল_
অন্ধকারে কাঁদা যায়,
সবার অগোচরে।
স্বপ্ন দেখা যায়,
সোনালী ঝালরের মত ঝিলমিলে
স্বপ্ন।
না হোক বাস্তব, তবু সুন্দর।
তবু যেন সত্য।
আর একটু বাদেই_
পূবের আকাশের রক্তিম উত্তাপে
বাস্তবে গা ডুবিয়ে
'ও' শুকিয়ে যাবে একটু একটু করে।