এক বুক নদী মেখে কবিতার রূপ।
নিছক রাতজাগা, সসাগরা বিলাস!
ভেবেছিলে মিশে থাকা নদী বুঝবে না,
সাগরের ঝড়! লুক্কায়িত প্রতিদ্বন্দ্বী!


তুমি এসেছিলে একমুঠো রং নিয়ে।
বলেছিলে__তোমাকে দিলাম, ছবি আঁকো।
রঙ ছড়িয়ে গেল স্বর্গ মর্ত্য পাতাল,
তবু ছবি হয়ে উঠল না নীরবতা।


চেয়েছিলে ভিজে যেতে হেমন্ত শিশিরে।
বুঝিনি রাতের ঘোমটায় ঢাকা স্বর্গ!
আমার চোখ খুঁজেছিল অন্য পৃথিবী,
ওঠানামা বুকে, বাউলের একতারা।


হেমন্ত রাতে ঐ আকাশ প্রদীপ জাগে।
নীচে অন্ধকার তেমনই পড়ে থাকে।