রাত পোহালে সকাল হবে,
নতুন রবি উঠবে যবে।
তপ্ত বোশেখ বলবে হেসে,
নতুন বছর পড়ল এসে।
ওঠ্ তোরা সব, আনন্দে মাত।
জীর্ণ যা সব, থাক পড়ে থাক।
নব বর্ষের প্রথম পরশ,
গ্রীষ্ম শেষে যেমন বরষ।
ভোরের আলোয় পাখির ডাকে।
তুলসীতলায় সান্ধ্য শাঁখে।
মেঘের ফাঁকে রোদের খেলায়।
রাতের কোলে চন্দ্রকলায়।
স্বাগতম হে চিরনূতন,
সাদরেতে করি বরণ।