আর যে পারি না মাথাটা
তুলে রাখতে সুবিশাল
সমুদ্রের উপর।
বুঝি ব্যর্থ হলাম। হঠাৎ....
পা ঠেকে গেল বালিতে।
চোরা বালি__
টানছে টানছে, ক্রমশ আমাকে।
এবার বুঝি বিদায় নিতে হবে।
অঙ্কটা বুঝি মিলল না।
চোরা বালিটা বড় নিষ্ঠুর...
সময় দিতে চাইছে না আমাকে।


হঠাৎ!__হ্যাঁ হঠাৎ ই বুঝি হাতে
'কি' যেন একটা ঠেকলো।
চোখটা আমার জ্বলে উঠলো,
তবে কি 'কাছি'?
হ্যাঁ তো কাছি ই।
শক্ত করে ধরে আবার ভেসে
উঠলাম আমি।
তরীটা তুলে নিলো আমাকে।
নাবিক বলল__'আমি মেলাবো
তোমার অঙ্ক '
দু ফোঁটা আনন্দাশ্রু বুঝি
গড়িয়ে পড়ল।
বললাম,_' সত্যি'?
তরী ভাসতে ভাসতে গেল
অনেক দূরে.....
আমি আর নাবিক ভেসে চলি
সেই তরীর কোলে,
আশার সমুদ্রের বুকে।
হাতে আমাদের অঙ্ক খাতাটা।
*******************************রচনাকাল ১৯৭৬সাল ।অঙ্কটা কি মিলবে?  কবিতাটির শেষ অংশ।