আকাশ বুকে অনেক ঘুড়ি,
প্যাঁচ খেলাতে মত্ত যখন।
একলা ঘুড়ি অন্যমনে
উড়ল অনেক দূরে তখন।
একটা ঘুড়ি....
একলা ওড়ে...
আকাশ ছোঁয়া ইচ্ছে নিয়ে।


ছাদের কোনে লাটাই হাতে,
একটা ছেলে দল ছাড়া সে।
উড়িয়ে ঘুড়ি পৌঁছতে চায়
চাঁদ তারাদের আপন দেশে।
একলা ঘুড়ি....
একলা ওড়ে...
আকাশ ছোঁয়া ইচ্ছে নিয়ে।


সবাই ঘুড়ি নামিয়ে নিলে,
সন্ধ্যা এলো আকাশ জুড়ে।
একলা ঘুড়ি উড়েই চলে,
হাওয়ায় ভেসে অচিনপুরে।
একটা ঘুড়ি...
একলা ওড়ে...
আকাশ ছোঁয়া ইচ্ছে নিয়ে।