গল্পে রাজা রানী সাজাই...
গণতন্ত্রের টিকিটি নাই!
কোথায় পাই কোথায় যাই!

পাতা আছে অনেক আসন।
জনগণের কোথায় শাসন!
রাজনীতিরই বিলাস ব্যসন...

নেতা আছে নেত্রী আছে।
ওদের বগল আপনি বাজে...
ওরা আবার সঙ্ সাজে!

বহাল এখন রাজ্য পাট...
দেশ জুড়ে মন্ত্রীর হাট!
ধরিস না ভুল, বালাই ষাট!

রাজনীতির গল্পটাই সই,
গাছে তুলে কাড়ছে যে মই!
গণ আছে তন্ত্রটা কই!!

খুঁড়িয়ে আজ চলছে দেশ!
ভূখা ভোটে ভুয়ো সন্দেশ!
আহা বেশ বেশ বেশ!!!