এক অতিমারীর  শেষে,
কিছু 'তুমি'
কিছু 'আমি'
যুঝে থাকবে বিকৃতিতে।

সেদিনের  হারিয়ে যাওয়া
কিছু কথা
কিছু ব্যথা
অমর উই পোকার গ্রাসে !

পৃথিবীর গভীরতায় গাঁথা
কিছু মুক্তি
কিছু জীবাশ্ম
তোমার আমার তাচ্ছিল্য।

হয়তো আবার সুর বাঁধবে
কিছু ভাঙা
কিছু গড়া
একটি সভ্যতার দিনলিপি।