কাব্যের জাল বুনতে গিয়ে
    ছন্দ-রসের খেই হারিয়ে,
গদ্য দিয়েই কবি তোমায় পূজি।
কল্পনাতে কলম দিয়ে
     মনের আঁচড়  কাটতে গিয়ে
হন্যে হয়ে কবিতাকে খুঁজি।
আমায় তুমি চিনলে নাতো?
চিনবেই বা কেমন করে?
আমায় আমি লুকিয়ে রাখি
     হাসির মুখোস ঢেকে।
দুঃখের ফুল তুলে এনে
      মনের বাগান থেকে_
কান্নার এক রেশমি সুতোয়
     রাখি তাদের গেঁথে।
চিনে তুমি নিও আমায়
    অনেক ভিড়ের বাঁধে।
কান্না ভেজা জীবন গাঁথা
     লিখতে আমি পারি যেন
     তোমার আশীর্বাদে।


**রচনাকাল--08.05.1981.
বাংলা - - ২৫শে বৈশাখ, ১৩৮৮