অভ্যেস বসে,
একঘেঁয়ে কথার কথা,
ওজনহীন।
'' আমি তোমাকে ভীষণ ভালোবাসি ''
কান শোনে অনুক্ষণ,
বিদীর্ণ বিকিরণ।
অতি বেগুনি রশ্মি
জ্বালায় পোড়ায়।
মন তবু....
হাতছানি শ্যামের বাঁশির,
রাই জানে ছলাকলা প্রেমিকের।
বহুবল্লভ যে সে, তাও মানে।
তবু রাই কাঁদে....
মরুভূমি-মন, কাঁটাঝোপে খোঁজে
সবুজ হৃদয় মরীচিকা।
অভ্যেস বসে কানে কথা ভাসে,
'' তোমাকে ভীষণ ভালোবাসি ''।
এ যে পোড়া বাঁশি,
মন উদাসী,
কথার কথা।