কত নদী, কত গিরি,
কত মরু প্রান্তর,
দুই পাখি উড়ে ফেরে
বন থেকে বনান্তর।
শত বাধা পেরিয়ে
খড় কুটো জড়ো করে
সবুজ বৃক্ষ শাখে
ওরা বাঁধবে যে ঘর।


রেখো নাকো কোনো ফাঁকি,
উজার করার সময়
এলো যে এই বারে।
বিরহ বেদনা কত
আঘাত হানবে যত
আবদ্ধ হবে তত
ভালবাসার ফুলডোরে।


যতই আসুক বাধা
এবং মতবিরোধ।
স্বচ্ছ থেকো মনে,
হারিয়ো না যেন
মুখের হাসিটুক্।


জেদ নয়, অহঙ্কার নয়,
ত্যাগ কর আত্মগরিমা,
বিশ্বাসে না থাকে যেন ধন্ধ।
পরস্পরের হাত রেখো
পরস্পরের হাতে।
একে অপরের কাছে
নত থাকায় যে আছে
অপার আনন্দ।


আকাশ সম উদার মনে
ক্ষুদ্র নীড় সাজিয়ো যতনে,
প্রতিদিন প্রতিক্ষণ
হোক বৈচিত্র্যময়।
স্বর্গীয় সুবাস আর
সতেজতার বাতাবরনে
গ্রন্থিত হোক দুটি মন,
ভালবাসা হোক অক্ষয়।


** গত 2013 সালের 28 শে জানুয়ারি এই কবিতাটি আমার পুত্র ও পুত্রবধুকে উপহার দিয়েছিলাম। ঐদিন ওরা পরিণয় সুত্রে আবদ্ধ হয়েছিল। আজ ওদের পঞ্চম বিবাহবার্ষিকীতে লেখাটি প্রকাশ করলাম। ধন্যবাদ।