কে যেন আকাশের গায়ে
এঁকেছিল মেঘ...
কখনো সে মেঘ অভিমানে
জমাট কালো!
হঠাৎ ঝড়ের বার্তা আনে!

কখনো নীলে ভেসে বেড়ায়
টুকরো সংলাপে..
চিঠি হাতে খোঁজে
এক বিরহী প্রিয়ার ঠিকানা!

স্তর মেঘ যখনই
সূর্যাস্তের আলোয় মেতে ওঠে
রঙের খেলায়...
কত ছবি আঁকা হয় সেদিন
কবিতার বাসনায়।

আঁকতে আঁকতে ক্লান্ত
শিল্পীর কাছে বৃষ্টি চেয়েছিল
দুরন্ত শ্রাবণ ।
সারা আকাশ মেঘলা হ'ল।

মাথা রেখে আকাশের বুকে
অঝোর ধারায়
শ্রাবণ কেঁদে ছিল একদিন ;
মোচড় দেওয়া
অব্যক্ত যন্ত্রণায় অথবা সুখে...