মেঘেতে শ্রাবণ আঁকে,
মনেতে শ্রাবণ ঝরে।  
মিলে মিশে একাকার।
ছিল সে বন্ধ দ্বার, তবুও
বিবশ এমন মন
ভেসে যায় সুদূরে কখন...
মনে পড়ে কত কথা...


এমনই এক দিনে
এসেছিল সে,
হাতে বকুলের মালা,
ঝরঝর বারি সাথে নিয়ে।
ভিজিয়ে মন ভিজে শরীরে
দ্বারে রেখেছিল হাত,
মৃদু ডাকে মধুর আকূল
পথ ভুলে যেন।
ব্যথিত হৃদয় খুলে দিল
অর্গল।
আঁধার রাতে বিজন ঘরে
দাঁড়াল সে আসি।


হাতে নিয়ে প্রদীপ
মুখখানি দেখি অপলক।  
সিক্ত বসন, সিক্ত নয়ন,
হাতে হাত রেখে
নিশ্চুপ স্বরে কথা হয়
মনে মনে.....


বাইরে শ্রাবণ আসে,
মনেতে শ্রাবণ ভাসে।
মিলে মিশে একাকার।
যত কথা, যত ব্যথা
চোখেতে ছিল তার,
দিল এঁকে আমার দুচোখে।
দুজনে দুজন শুধু
অনুভবে থাকি।
বুকে মাথা রেখে,
বোবাকথা বলে শুধু,
'কোথায় ছিলে এতোদিন?
আসোনি কেন? নেভাওনি
কেন বুকের আগুন?'


দুচোখে শ্রাবণধারা
মিশে গেল এ পোড়া চোখে।
বোবা চোখ উত্তর দিল ঢালি,
'এই তো, এসেছি আজ,
দিয়ে যাব সবকিছু,
এতদিন ছিল যা বাকি.....'  
বাইরে শ্রাবণ কাঁদে,
মনেতে শ্রাবণ ভাসে.....