পূর্ণপাত্র হাতে, দূয়ারে সুজন,
বইতে পারে না ভার।
অপূর্ণ হাত শুধু কেঁদে যায়,
ফিরিয়ে সে অধিকার।


ব্যথা ভালবেসে
      ঝরা বনফুল,
নগ্ন পায়ের
       দলনে আকূল।
শোনেনি তো কেউ
     কান্না যে তার,
বনপথে ফেরে
      শুধু হাহাকার।


দিতে চায় মন, মৃত ফুলে গাঁথা,
জয়ের বরণ মালা।
মরণ চুমে কালিমা অধর
অনুভবে অবহেলা।