মহাজাগতিক প্রত্যাশায়,
নেই কোনো বন্ধন মুক্তির স্বাদ!
কঠিন নিয়মে আবদ্ধ তাই
সৃষ্টির সৃজন...
মুক্তি নেই নক্ষত্র পতনেও ;
ধ্বংসেই যে সৃষ্টির রসদ!

তবে কেন চাই বন্ধন-মুক্তি!
সে  নব-বন্ধনের নামান্তর নয় কি?
তবু পরীক্ষা দিতে হয় জীবনভর ;
এটাই দস্তুর ।
মূল্যায়ন খোঁজা বৃথা!

জগতের আনন্দযজ্ঞে ধায়,
চন্দ্র-সূর্য-গ্রহ।
ওরা কর্ম করে...
মুক্তির উল্লাসে চলমান ওরা
ছায়াপথের আশ্রয়ে ;
ফেলে রেখে মহাশূন্যের হাহাকার!

জীবন থেকে মৃত্যু...
অবিরাম বন্ধন,
প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত।
জীবনভর তাই মুক্তি!!